মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য ও ওষুধ বিক্রি ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৭ নভেম্বর, ২০২০ at ৯:৫০ পূর্বাহ্ণ

পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ না থাকা, সর্বোচ্চ খুচরা মূল্য না লেখা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রিসহ নানান অভিযোগে নগরীতে ৭ প্রতিষ্ঠানকে ৫২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সোমবার নগরীর আকবরশাহ্‌, হালিশহর ও পাহাড়তলী থানা এলাকায় এসব অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক (মেট্রো) পাপীয়া সুলতানা লীজা ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান। অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ, শিশুখাদ্য, ঘি, কোমলপানীয়, অননুমোদিত এনার্জি ড্রিংক ও জেলিযুক্ত চিংড়িমাছ ধ্বংস করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গতকাল সোমবারের অভিযানে নগরীর হালিশহর আই ব্লকের মা ডিপার্টমেন্টাল স্টোরকে উৎপাদন-মেয়াদবিহীন মোড়কজাত তরল দুধ রাখায় ২ হাজার টাকা জরিমানাসহ সতর্ক করা হয়। সাফা মারওয়া ফ্যামিলি মার্টকে মেয়াদোত্তীর্ণ দই, অননুমোদিত এনার্জি ড্রিংকস রাখায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় মেয়াদোত্তীর্ণ এসব পণ্য ধ্বংস করা হয়। মেয়াদোত্তীর্ণ কোমলপানীয় সংরক্ষণ করায় হালিমের ফলের দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অপরদিকে মেয়াদোত্তীর্ন টিনজাত বেবি মিল্ক, ঘি ও বিস্কুট সংরক্ষণ করায় পাহাড়তলী থানার ফইল্যাতলী বাজারের আকিব চৌধুরী স্টোরকে ১০ হাজার টাকা, কাট্টলী ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংস করা হয়। তাছাড়া আকবরশাহ থানাধীন কর্নেলহাট বাজারে জেলিযুক্ত চিংড়ি মাছ রাখায় জসিমের মাছের দোকানকে ৫ হাজার টাকা, বিসমিল্লাহ ফিশিংকে ৫ হাজার টাকা জরিমানাসহ জেলিযুক্ত চিংড়ি ধ্বংস করা হয়।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর চাচি শেখ রাজিয়া নাসেরের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ গ্রেপ্তার ১