মেয়াদোত্তীর্ণ ও ‘নিষিদ্ধ’ ওষুধ বিক্রি, পটিয়ায় ৭ ফার্মেসিকে জরিমানা

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৭ নভেম্বর, ২০২২ at ৭:৪০ পূর্বাহ্ণ

মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ বিক্রির অভিযোগে পটিয়ায় সাত ফার্মেসিকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অভিযানের খবর পেয়ে অনেক ফার্মেসি মালিক দোকান তালাবন্ধ করে পালিয়ে যায়।
গতকাল বুধবার সকাল থেকে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল মামুন ও সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় পৌরসদরের পোস্ট অফিস মোড়, থানার হাট ও এস আলম গেইট সংলগ্ন সাতটি ওষুধের দোকানে এ জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুর রহমান জানিয়েছেন, পৌর সদরের বিভিন্ন ওষুধের দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সরকার ঘোষিত প্রজ্ঞাপন দ্বারা নিষিদ্ধ ওষুধ বিক্রির গোপন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়েছে। এতে বিভিন্ন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এ অভিযান অব্যাহত রাখা হবে বলেও তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বকাপ জিতলে কত টাকা পেতে পারেন মেসি বা নেইমার
পরবর্তী নিবন্ধজুরাছড়িতে দেশের সবচেয়ে বড় বুদ্ধ মূর্তি উদ্বোধন