নগরীর বহদ্দারহাটে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর বাসভবন প্রাঙ্গণে বাংলাদেশ আওয়ামী যুবলীগ নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরীর সমর্থনে এক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী। সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম সম্পাদক ও কেন্দ্রীয় যুবলীগের আহ্বাবায়ক বদিউল আলম।
নির্বাচন পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক ও সদস্য সচিব শহিদুল হক চৌধুরী রাসেলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মো. মহিউদ্দিন বাচ্চু, চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়কবৃন্দ দেলোয়ার হোসেন খোকা, ফরিদ মাহমুদ, দিদারুল আলম এবং মাহমুদুল হক সুমন।
উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগের দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথী চৌধুরী, উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান স্বপন, সহ-সভাপতি নুরুল মোস্তফা মানিক, চট্টগ্রাম মহানগর যুবলীগের এড. আনোয়ার হোসেন, আজাদ হাসান বিপ্লব, আকবর হোসেন, সাইদুল ইসলাম, সাখাওয়াত স্বপন, বেলায়েত হোসেন বেলাল, মাসুদ রেজা, নেছার আহমদ, আবু সাঈদ, হেলাল উদ্দিন, আনজুমান আরা আনজু, নুরুল আনোয়ার, শহিদুল ইসলাম শামিম, ভিপি ওয়াসিম উদ্দিন, শহিদুল ইসলাম, অধ্যাপক কাজী সৃজিত প্রমুখ।