ফটিকছড়ি পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে ৪০জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। গতকাল বৃহস্পতিবার শেষ দিনে উপজেলা নির্বাচন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার হাতে মেয়র পদে ৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩০ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৭জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
এদের মধ্যে নৌকা প্রতীকের প্রার্থী এক জন এবং স্বতন্ত্র পদে দুই জন মেয়র পদে মনোনয়ন জমা দেন। তারা হলেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান মেয়র ইসমাইল হোসেন, উপজেলা মৎসজীবী লীগের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ও কামাল পাশা চৌধুরী।
গতকাল বিকালে নির্বাচনী রিটার্নিং কর্মকর্তা কামরুল আলম বলেন, প্রার্থীর মনোনয়ন পত্র বাছাই হবে আগামী ১০ অক্টোবর, প্রত্যাহারের শেষ তারিখ ১৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ ১৮ অক্টোবর ও ২ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। এই পৌর নির্বাচনে ৩৬ হাজার ২ শত ৪৬ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করবেন।