মেয়রের সাথে মালদ্বীপ হাইকমিশনারের সাক্ষাৎ

| শুক্রবার , ১৮ জুন, ২০২১ at ৬:২৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, মালদ্বীপ বাংলাদেশের সম্পর্ক খুবই চমৎকার। বাংলাদেশ এবং মালদ্বীপ আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে বিভিন্ন ইস্যুতে অভিন্ন মনোভাব পোষণ করে থাকে। জলবায়ু পরিবর্তনজনিত কারণে বাংলাদেশ ও মালদ্বীপ অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থানের কথা উল্লেখ করে এ বিষয়ে সমন্বিতভাবে আরো জোরালো ভূমিকা রাখার আহবান জানান। গতকাল বৃহস্পতিবার বিকেলে টাইগারপাসস্থ চসিক অস্থায়ী কার্যালয়ে মালদ্বীপের হাই কমিশনার শিরুজিমাথ সামির সৌজন্য সাক্ষাতকালে তিনি এ কথা বলেন।
মেয়র মালদ্বীপে কর্মরত প্রায় এক লক্ষ বাংলাদেশির কথা উল্লেখ করে আরও বলেন, তারা উভয় দেশের আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ভূ-প্রকৃতিগতভাবে চট্টগ্রাম ও মালদ্বীপ অনেক ক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ। তাই পর্যটন শিল্প সমৃদ্ধ মালদ্বীপের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চট্টগ্রামে পর্যটন শিল্পে নতুনমাত্রা সংযোজিত হতে পারে। তিনি এক্ষেত্রে মালদ্বীপের সহযোগিতা প্রত্যাশা করেন। মালদ্বীপের হাই কমিশনার শিরুজিমাথ সামির করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশ সরকারের গৃহিত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন। তিনি পর্যটন খাতের বিকাশসহ উভয় দেশের ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগের উপর গুরুত্বারোপ করেন। এ সময় উপস্থিত ছিলেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, ওয়ার্ড কাউন্সিলর অধ্যাপক মোহাম্মদ ইসমাইল, সচিব খালেদ মাহমুদ, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, সালাউদ্দিন কাশেম খান ও এ.কে খান গ্রুপের ম্যানেজার মো. ইমরান মিয়া চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীনভাবেই কাজ করছে গণমাধ্যম : তথ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধখোর