চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন দলের খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দ চসিক মেয়র রেজাউল করিম চৌধুরীর সাথে চ্যাম্পিয়ন ট্রপি নিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চসিক সচিব খালেদ মাহমুদ, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাস সুমন, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর ও দলের ম্যানেজার নুর মোস্তফা টিনু, সিটি কর্পোরেশন একাদশের সেক্রেটারি ও সিডিএফএ কাউন্সিলর মো. আলী আকবর, চসিক একাদশের সেক্রেটারি রিপন কিশোর রায়, চসিক অ-১৭ দলের কোচ নুর হোসেন দৌলত ও অভিজিৎ সাহা এবং খেলোয়াড়বৃন্দসহ চসিক কর্মকর্তাগণ। অনুষ্ঠানে চসিক মেয়র খেলোয়াড় ও কর্মকর্তাদের সর্বাঙ্গিন মঙ্গল কামনা করেন ও জয়ের ধারাবাহিকতা বজায় রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন। অনুষ্ঠানে কর্মকর্তা ও খেলোয়াড়েরা চসিক মেয়রের কাছে চ্যাম্পিয়ন ট্রফি হস্তান্তর করেন।