মেহের আফজল উচ্চ বিদ্যালয়ের ৮৮ ব্যাচের হুইল চেয়ার বিতরণ

| শুক্রবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:৫৬ পূর্বাহ্ণ

নগরীর মধ্য হালিশহর মেহের আফজল উচ্চ বিদ্যালয়ের ৮৮ ব্যাচের পক্ষ থেকে সমাজের পিছিয়ে পড়া দুই প্রতিবন্দ্বীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বোটানিক্যাল গার্ডেনে উত্তর জেলা প্যানেলের আয়োজনে দিনব্যাপি পুনর্মিলনী অনুষ্ঠানে ৮৮ ব্যাচের বন্ধুরা এ হুইল চেয়ার প্রদান করেন।

‘ভবঘুরের’ সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলমগীর বাদশা এ সময় বলেন, ‘কেউ থাকবেনা অনাহারে, হোকনা সে অবহেলিত ভবঘুরে’এই স্লোগান নিয়ে দীর্ঘদিন কাজ করছে ভবঘুরে সংগঠন। তিনি বলেন, সমাজে সবচেয়ে বেশী অবহেলিত ভবঘুরেরা। অসহায় মানুষগুলো অর্ধাহারেঅনাহারে রোগাক্রান্ত হয়ে পথে প্রান্তরে পড়ে থাকে।

মানুষগুলো সুন্দর সুপ্ত বাসনা পেলে তারা তাদের স্বাভাবিক জীবন ফিরে পাবে, তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হলে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। হুইল চেয়ার প্রদানে সহযোগিতায় ছিলেন মাঈনুদ্দীন পিংকু, হুমায়ূন কবির, জসিম উদ্দীন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের ৮৮ ব্যাচের শিক্ষার্থী, তাদের পরিবারর্গসহ অন্যান্যরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসৃজামির গণসংগীত উৎসবে মনোমুগ্ধকর পরিবেশনা
পরবর্তী নিবন্ধরিহ্যাব চট্টগ্রাম ফেয়ার’র স্টল বরাদ্দ সম্পন্ন