মেস ভাড়া সংকট নিরসনের দাবিতে চবি শিক্ষার্থীদের মানববন্ধন

চবি প্রতিনিধি | শুক্রবার , ২ অক্টোবর, ২০২০ at ৬:০৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের মেস ভাড়া সংকট নিরসনে তিন দফা দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে এ নিয়ে উপাচার্য বরাবর প্রক্টরকে স্মারকলিপিও দিয়েছে তারা। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের দাবিগুলো হল, অসচ্ছল শিক্ষার্থীদের তালিকা প্রণয়ন করে আর্থিক সংকট নিরসন, দশ কার্যদিবসের মধ্যে টাস্কফোর্স গঠন করে মেস ভাড়া সংকট সমাধান এবং মেসকটেজে চুরি রোধে পদক্ষেপ গ্রহণ করা। অর্থনীতি বিভাগের শিক্ষার্থী দেওয়ান তাহমিদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন চবি শাখা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আশরাফী নিতু, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নেতা ঋজু লক্ষ্মী অবরোধ, পাহাড়ি ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক রোমেন চাকমা, তথ্য ও প্রচার বিষয়ক সম্পাদক রোনাল চাকমা ও লোকপ্রশাসন বিভাগের ছাত্র নিলয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া বলেন, শিক্ষার্থীদের দাবির সাথে আমরা একমত। এটা নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছি। সমস্যা সমাধানে আমরা প্রক্টোরিয়াল বডির সদস্যদের নিয়ে কমিটিও গঠন করেছি। কটেজ মালিকদের সাথে কয়েক দফা মিটিং করেছি। আমরা দ্রুততম সময়ের মধ্যেই সমাধানের চেষ্টা করছি।

পূর্ববর্তী নিবন্ধজেলায় ৭ লাখের বেশি শিশুকে খাওয়ানোর লক্ষ্যমাত্রা
পরবর্তী নিবন্ধমায়ের সাথে অভিমান করে স্কুলছাত্রের আত্মহত্যা