জেলায় ৭ লাখের বেশি শিশুকে খাওয়ানোর লক্ষ্যমাত্রা

৪ অক্টোবর থেকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২ অক্টোবর, ২০২০ at ৬:০৪ পূর্বাহ্ণ

সারাদেশে আগামী ৪ অক্টোবর থেকে দুই সপ্তাহব্যাপী পালিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের আওতায় সারাদেশের পাশাপাশি চট্টগ্রামের ১৫ উপজেলায় ৬৫৯ মাস বয়সী ৭ লাখের বেশি শিশুকে একটি করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানিয়েছে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়। এর মধ্যে ৬১১ মাস বয়সীদের একটি করে নীল রঙের (১ লাখ ইউনিট) এবং ১২৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের (২ লাখ ইউনিটের উচ্চ ক্ষমতা সম্পন্ন) ক্যাপসুল খাওয়ানো হবে। তবে জোর করে বা কান্নারত অবস্থায় শিশুদের ভিটামিন এ ক্যাপসুল না খাওয়াতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে। এছাড়াও ছয় মাসের কম বয়সী ও ৫ বছরের বেশি বয়সী এবং অসুস্থ শিশুকেও এই ক্যাপসুল খাওয়ানো যাবে না।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী২ সপ্তাহব্যাপী (৪ থেকে ১৭ অক্টোবর) এ ক্যাম্পেইনে জেলার ১৫টি উপজেলায় মোট ৭ লাখ ৮৭ হাজার ২৩৩ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬১১ মাস বয়সী ৮৮ হাজার ৭১৩ জন এবং ১২৫৯ মাস বয়সী ৬ লাখ ৯৮ হাজার ৫২০ জন শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো হবে। আর মহানগরের ৪১টি ওয়ার্ডে মোট ৫ লাখ ৩১ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬১১ মাস বয়সী ৮১ হাজার এবং ১২৫৯ মাস বয়সী সাড়ে চার লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন পরিষদের ফানুস উত্তোলন উৎসব
পরবর্তী নিবন্ধমেস ভাড়া সংকট নিরসনের দাবিতে চবি শিক্ষার্থীদের মানববন্ধন