মেসি জাদুতে জয় আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ২৯ সেপ্টেম্বর, ২০২২ at ১১:০৮ পূর্বাহ্ণ

শুরুর একাদশে ছিলেন না লিওনেল মেসি। আর্জেন্টিনা তাই ছন্দ হারিয়েছিল কিছুটা। প্রথমার্ধে হুলিয়ান আলভারেজের গোল ছাড়া উল্লেখযোগ্য কিছু ছিল না। দ্বিতীয়ার্ধে ডি পল-মেসিদের ফেরানো হয় আর তাতে করে খেলায় ফিরে ছন্দ। সে চেনা ছন্দেই জাদুকরি গোল এলো মেসির পা থেকে। দুই মিনিটের ব্যবধানে তিনি করলেন জোড়া গোল। বুধবার ভোরে রেড বুল অ্যারেনায় ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জ্যামাইকাকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। প্রথমার্ধে হুলিয়ান আলভারেজের গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন মেসি। এ নিয়ে টানা ৩৫ ম্যাচ জেতার রেকর্ড গড়ল স্ক্যালোনি শিষ্যরা। ম্যাচের ১৩তম মিনিটে গোল করে এগিয়ে দেন আর্জেন্টিনার আলভারেজ। প্রথমার্ধে আর কোনো গোলের দেখা পায়নি আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে ৫৬ মিনিটে মার্টিনেজকে তুলে নামানো হয় লিওনেল মেসিকে। এরপরই যেন ধীরে ধীরে বদলে যেতে থাকে আর্জেন্টিনার খেলা। আসল জাদুর দেখা মিলে ৮৬তম মিনিটে এসে। একদম হুট করেই গোলটি করে বসেন তিনি। বঙের বাইরে বল পেয়ে কিছুটা সময় নেন, কয়েকবার বল স্পর্শের পর বাইরে থেকেই নেন শট। গোলও হয় অবলীলায়। দুই মিনিট পরই ব্যবধানে আরও বাড়ান মেসি। বঙের সামান্য বাইরে ফ্রি কিক পায় আর্জেন্টিনা। তার নিচু শট ফাঁকা জায়গা দিয়ে জালে জড়ায়। এই গোলের মাধ্যমে আর্জেন্টিনার জার্সিতে ৯০তম গোল পূর্ণ হলো মেসির। তাতে স্বস্তির জয় পেল আলবিসেলেস্তেরাও।

পূর্ববর্তী নিবন্ধতিউনিসিয়ার জালে ৫ গোল ব্রাজিলের
পরবর্তী নিবন্ধসিটি কর্পোরেশন-উদয়ন সংঘের পয়েন্ট ভাগাভাগি