মেলায় যাই রে

সুব্রত চৌধুরী | বুধবার , ২১ এপ্রিল, ২০২১ at ৬:২৬ পূর্বাহ্ণ

দিকে দিকে রংয়ের বাহার বর্ষবরণ আজ
নতুন দিনের ছন্দ সুরে গায়ে নতুন সাজ।
নাগরদোলায় চড়ে খুকু বাবার ধরে হাত
বানর নাচে তিড়িং বিড়িং করে বাজিমাত।
বায়োস্কোপে মজে খোকা তালি বাজায় সুখে
পিঁ পিঁ পিঁ পিঁ বাঁশি বাজায় খোকা হাসি মুখে।
ঢাল তলোয়ার হাতে রাজা যাএাপালায় মাতে
শত্রু নিধন করে রাজা সকাল সন্ধ্যা রাতে।
লাগ ভেল্কি লাগ যাদুর খেলা নদীর পাড়ে ওই
ভানুমতির খেল দেখে সবাই করে হইচই।
সাপের খেলা দেখতে খোকা যেই ঢুকেছে ভিড়ে
গোখরো আসে ফনা তুলে বাঁশির সুরে ধীরে।
বাবার কাছে খুকু ধরে কত্তো রকম বায়না
পুতুল বিয়ের জন্য খুকুর আলতা, চুড়ি, আয়না।
মোয়া, মুড়কির পুটলি হাতে খোকা ফেরে বাড়ি
আজ সারাদিন ওরা স্বাধীন পড়ার সাথে আড়ি।

পূর্ববর্তী নিবন্ধরনির দীর্ঘশ্বাস
পরবর্তী নিবন্ধপান্‌হা ইলিশ কই