সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে যৌন সম্পর্কের জেরে ফৌজদারি মামলায় গ্রেপ্তারের মুখোমুখি হলেও দুঃসময়ে স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে পাশেই পাচ্ছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাঁচ সন্তানের মধ্যে বড় মেয়ে ইভাঙ্কা ট্রাম্প এবং বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রও দাবি করেছেন, ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে তাদের বাবাকে। খবর বিডিনিউজের।
জানা যায়, স্বামীর প্রতি ‘বিরাগভাজন’ হওয়া সত্ত্বেও ট্রাম্পের প্রতি মেলানিয়ার সমর্থন এখনও অটুট বলেই নিশ্চিত করেছে তার ঘনিষ্ঠ একজন। তিনি বলেন, মিসেস ট্রাম্প এখনও অবিচল আছেন। তিনি তার পরিবার এবং স্বামীর পক্ষেই থাকছেন, যেমনটা আগে ছিলেন। তিনি মনে করেন, গত সাত বছর ধরে ট্রাম্পকে, তার পরিবারকে যেভাবে অপমানিত করার চেষ্টা চলছে, এটা তারই সর্বশেষ উদাহরণ। ট্রাম্প–ড্যানিয়েলসের সম্পর্কের কথা জানাজানি হলে এর আগে ক্ষোভ প্রকাশ করেছিলেন মেলনিয়া। এবং সে সময় ট্রাম্পের ধারণা ছিল, মেলানিয়াকে তিনি হারাতে বসেছেন। সাবেক পর্ন তারকা ড্যানিয়েলসের দাবি, ট্রাম্পের সঙ্গে তার যৌন সম্পর্ক ছিল এবং ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে ওই বিষয়ে মুখ না খুলতে ট্রাম্প তার আইনজীবী মাইকেল কোহেনের মাধ্যমে তাকে ১ লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন। গত বৃহস্পতিবার ম্যানাহ্টনের গ্র্যান্ড জুরি আদালত ড্যানিয়েলসের সঙ্গে সম্পর্কের ঘটনা ধামাচাপা দিতে গোপনে অর্থ দেওয়ার মামলায় ট্রাম্পকে অভিযুক্ত করেছে। ৭৬ বছর বয়সী ট্রাম্প এখন ফ্লোরিডায় তার বাড়িতে আছেন। মেলানিয়াও স্বামীর সঙ্গে সেখানেই আছেন। ওই বাড়ি থেকে ট্রাম্প–মেলানিয়ার ছবিও প্রকাশ হয়েছে সোশ্যাল মিডিয়ায়।। ধারণা করা হচ্ছে, আগামী মঙ্গলবার বিচারের মুখোমুখি হওয়া ট্রাম্পের সাথে মেলানিয়া হয়ত আদালত কক্ষে থাকবেন না। তবে এই পরিকল্পনার রদবদলও হতে পারে। তবে আদালত কক্ষে ট্রাম্পের পাশে মেলানিয়ার উপস্থিতি গুরুত্ব দেওয়া হচ্ছে।