অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরের কাছে ৬ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। এতে দেশটির দ্বিতীয় বৃহত্তম এ শহরের বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রতিবেশী নিউ সাউথ ওয়েলস ও সাউথ অস্ট্রেলিয়া রাজ্যে কম্পন অনুভূত হয়েছে। খবর বিডিনিউজের।
অস্ট্রেলিয়ায় রেকর্ড হওয়া সবচেয়ে বড় ভূমিকম্পগুলোর মধ্যে এটি একটি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। জিওসায়েন্স অস্ট্রেলিয়া জানিয়েছে, গতকাল স্থানীয় সময় সকাল প্রায় সোয়া ৯টার দিকে হওয়া এ ভূমিকম্পের কেন্দ্র ছিল ভিক্টোরিয়া রাজ্যের রাজধানী মেলবোর্ন থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তরপূর্বে মফস্বল শহর ম্যানসফিল্ডের কাছে ও ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। পরে ৪ মাত্রার একটি পরাঘাত হয়েছে বলে জানিয়েছে তারা।












