ভারত সীমান্তের শহর ছেড়ে পালাচ্ছে মিয়ানমারের বাসিন্দারা

| বৃহস্পতিবার , ২৩ সেপ্টেম্বর, ২০২১ at ১২:১৭ অপরাহ্ণ

মিয়ানমারের সামরিক শাসন বিরোধী মিলিশিয়াদের সঙ্গে সেনাবাহিনীর লড়াইয়ের কারণে ভারত সীমান্তবর্তী একটি শহরের অধিকাংশ বাসিন্দা পালিয়ে গেছেন। স্থানীয় বাসিন্দা ও গণমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সেনাবাহিনীর ছোড়া গোলায় শহরটির অনেকগুলো ভবনে আগুন ধরে গেছে। খবর বিডিনিউজের।
এমনিতে চীন রাজ্যের থান্টল্যাং শহরে প্রায় ১০ হাজার মানুষ বাস করে। কিন্তু তাদের অধিকাংশই আশ্রয়ের খোঁজে আশপাশের এলাকাগুলোতে ও কিছু লোক প্রতিবেশী ভারতে পালিয়ে গেছেন বলে স্থানীয় এক সমাজ প্রধান জানিয়েছেন।
চলতি বছরের ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানে গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির নেতৃত্বাধীন সরকার ক্ষমতা হারানোর পর থেকেই মিয়ানমারজুড়ে অশান্তি চলছে। সামরিক শাসন শুরু হওয়ার পর দেশজুড়ে ক্ষোভ, বিক্ষোভ, ধর্মঘট, প্রতিবাদ ও অবশেষে জান্তাবিরোধী মিলিশিয়ার আত্মপ্রকাশ ঘটেছে। গত রোববার থান্টল্যাংয়ে মিলিশিয়া বাহিনীগুলোর সঙ্গে সেনাবাহিনীর লড়াই চলাকালে প্রায় ২০টি বাড়িতে আগুন লাগে, সামাজিক মাধ্যমে আসা ছবিতে ভবনগুলোতে আগুন জ্বলতে দেখা যায়।

পূর্ববর্তী নিবন্ধমেলবোর্নে ছয় মাত্রার ভূমিকম্প
পরবর্তী নিবন্ধজাতিসংঘ অধিবেশনে যোগ দিতে চায় তালেবান