মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতালের কলেজ ডে

| মঙ্গলবার , ২৯ মার্চ, ২০২২ at ৬:৩৮ পূর্বাহ্ণ

জমকালো আয়োজনের মধ্য দিয়ে মেরিন সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাবার্ষিকী এবং কলেজ ডে পালিত হয়েছে। গতকাল নগরীর বায়েজিদ চন্দ্রনগরে অবস্থিত কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।মেডিকেল কলেজের চেয়ারম্যান ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. মো. ইসমাইল খান। বিশেষ অতিথি ছিলেন মেরিন সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. সুযত পাল, বিএমএ চট্টগ্রাম শাখার সভাপতি ডা. মুজিবুল হক খান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. সাহেনা আক্তার, ডা. মনোয়ার-উল-হক শামীম, ডা. মো. মনিরুজ্জামান, ডা. মোহাম্মদ শরীফসহ আরও অনেকে। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে বন্দর নগরী চট্টগ্রামের সাধারণ মানুষের চিকিৎসা সেবায় মেরিন সিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআবদুল্লাহ্‌-আল-ছগীরের ৩১তম মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধমনোটোনাস আবৃত্তি পোতাশ্রয় আগমনের আনন্দধ্বনি