মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ও নোংরা পরিবেশে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

হিফস এগ্রো ফুডকে তিন লাখ টাকা জরিমানা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:২৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামের প্রতিষ্ঠানটি শিশুখাদ্য তৈরি করে বাজারে দেয়। এর মধ্যে রয়েছে আকর্ষণীয় মোড়কে ঢাকা চকলেট, জেলি, ক্রিম বিস্কুট, নুডলস, চিপস, ক্র্যাকার্সসহ আরও অনেক কিছু। ‘রয়েল’, ‘হিফস’ ও ‘উইনার’ ব্র্যান্ড নাম দিয়ে এসব কিছু বাজারে ছাড়া হয়। প্রতিষ্ঠানটির নাম হিফস এগ্রো ফুড ইন্ডাস্ট্রি। নগরীর পাথরঘাটায় এর কারখানা। সেই কারখানায় অভিযান চালিয়ে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ম্যাজিস্ট্রেটসহ অন্য কর্মকর্তারা বিস্মিত হয়ে যান। চরম নোংরা পরিবেশে সেখানে শিশুখাদ্যগুলো তৈরি করা হচ্ছিল। শুধু তাই নয়, আকর্ষণীয় মোড়কে ঢাকা চকলেট, জেলি, ক্রিম বিস্কুট, নুডলস, চিপস, ক্র্যাকার্সসহ সব খাদ্যপণ্যেই ব্যবহার করা হচ্ছিল মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম মশিউর রহমানের নেতৃত্বে পাথরঘাটা এলাকায় হিফস এগ্রো ফুড ইন্ডাস্ট্রির কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ওই কারখানায় গিয়ে আরও দেখা যায়, সেখানে লেভেলিং প্রবিধানমালা লঙ্ঘন ছাড়াও যথাযথ নিবন্ধন প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছিল না। পরে মোবাইল কোর্ট বিভিন্ন অপরাধে হিফস এগ্রো ফুড ইন্ডাস্ট্রি কর্তৃপক্ষকে নিরাপদ খাদ্য আইন অনুযায়ী তিন লাখ টাকা জরিমানা আরোপ করে। এরপর সেই জরিমানা তাৎক্ষণিক আদায় করা হয়।

অভিযানকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মনিটরিং অফিসার মোহাম্মদ ইমরান হোসেন মোল্লা, চট্টগ্রাম জেলা ও মেট্রোপলিটন নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম, চট্টগ্রাম সিটি করপোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ ইয়াছিনুল হক চৌধুরীসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে সহযোগিতা দেয় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একটি টিম। জনস্বার্থে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের হতাশার একদিন
পরবর্তী নিবন্ধডেঙ্গু জ্বরে কখন কী ধরনের টেস্ট করাতে হয়?