মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল নিয়ে আনা রিট খারিজ

| শুক্রবার , ২৮ মে, ২০২১ at ৭:৫৭ পূর্বাহ্ণ

২০২০-২০২১ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল বিষয়ে দায়ের করা রিট পর্যবেক্ষণসহ খারিজ করে আদেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর সমন্বয়ে গঠিত একটি ভার্চ্যুয়াল হাইকোর্ট ডিভিশন বেঞ্চ গতকাল এ আদেশ দেয়। খবর বাসসের। আদালত পর্যবেক্ষণে বলেন, যদি কোনো পরীক্ষার্থী ফলাফল ত্রুটির বিষয়ে আবেদন করেন, তাহলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরকে তা সাত দিনের মধ্যে নিষ্পত্তি করতে বলেছেন । গত ১৯ মে ভর্তিচ্ছু ফেরদাউস জাহান মারিয়াসহ ৩২৪ পরীক্ষার্থী এ রিট করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব।

পূর্ববর্তী নিবন্ধমৌসুমী ফল নিয়ে নিম্ন আয়ের মানুষের পাশে স্বেচ্ছাসেবক লীগ
পরবর্তী নিবন্ধআনোয়ারায় ১৮ রোগী পেল ৯ লাখ টাকার অনুদান