সুসংবাদ পেলেন থিসারা পেরেরা ও দিনেশ চান্ডিমাল। শ্রীলংকান সেনাবাহিনীতে এই দুই ক্রিকেটার আনুষ্ঠানিকভাবে মেজর পদমর্যাদা পেয়েছেন। শুক্রবার শ্রীলংকার সেনাবাহিনী তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানায় সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল শভেন্দ্র সিলভা শ্রীলংকান সেনাবাহিনীর স্বেচ্ছাসেবী বাহিনীতে যুক্ত হওয়া পেরেরা ও চান্ডিমালকে নিজ হাতে মেজর র্যাঙ্ক পরিয়ে দেন। সেনাবাহিনীর স্বেচ্ছাসেবী বাহিনীতে গাজাবা রেজিমেন্টে যোগ দিয়েছেন মেজর থিসারা পেরেরা। আর দিনেশ চান্ডিমাল যোগ দিয়েছেন সেনাবাহিনীর অর্ডেন্স কর্পস রেজিমেন্টে।