বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদী এলাকায় মেজবান খেতে গিয়েছিলেন গৃহবধূ মনোয়ারা বেগম। কিন্তু মেজবান খেয়ে বাড়ি ফিরতে পারেননি তিনি। বাঁশখালীর প্রধান সড়ক পার হতে গিয়ে মোটর সাইকেলের ধাক্কায় মৃত্যু হয় মনোয়ারার। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মনোয়ারা দুই কন্যা সন্তানের জননী ছিলেন। তিনি রঙ্গিয়াঘোনা এলাকার ভ্যান চালক আব্দুস শুক্কুরের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, মোটর সাইকেলের ধাক্কায় মাথায় আঘাত পান মনোয়ারা। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মনোয়ারার মৃত্যু হয়।
নিহতের পারিবারিক সূত্র জানায়, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছিল পুলিশ। তবে আবেদনের প্রেক্ষিতে পোস্টমর্টেম ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফিউল কবীর বলেন, এ ঘটনায় মোটর সাইকেলটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবার অভিযোগ দিলে মামলা নেয়া হবে। স্থানীয় সমাজসেবক কামরুল ইসলাম মেজবানটির আয়োজক ছিলেন বলে জানা গেছে।