বান্দরবানে ত্রিমুখী লড়াইয়ের আভাস

বান্দরবান প্রতিনিধি | শনিবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২১ at ৬:২৯ পূর্বাহ্ণ

বান্দরবান পৌরসভায় প্রচারণার শেষদিনে প্রার্থীদের প্রতীক নিয়ে নির্বাচনী শো-ডাউনে মুখরিত ছিলো রাজপথ। এই পৌরসভার ভোটার সংখ্যা হচ্ছে ২৯ হাজার ৭২৯ জন। তারমধ্যে পুরুষ ১৬ হাজার ৬০৯ জন এবং নারী ১৩ হাজার ১২০ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১৩টি, বুথকক্ষের সংখ্যা ৮১টি।
এবারের নির্বাচনে মেয়র পদে লড়ছেন ৫ জন প্রার্থী। নৌকা প্রতীকে ইসলাম বেবী, ধানের শীষ প্রতীকে জাবেদ রেজা, নারিকেল গাছ প্রতীকে নাছির উদ্দিন, লাঙ্গল প্রতীকে শাহজাহান, মোবাইলফোন প্রতীকে বিধান লালা। অপরদিকে কাউন্সিলর পদে নয়টি ওয়ার্ডে ২৯ জন এবং সংরক্ষিত তিনটি পদে ৭ জন নারী প্রার্থী লড়ছেন। স্থানীয়রা ত্রিমুখী লড়াইয়ের আভাস দিলেও শেষ পর্যন্ত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র ইসলাম বেবী এবং ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক মেয়র জাবেদে রেজার মধ্যে লড়াইটা জমে উঠেছে বলে সকলের অভিমত।
রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম বলেন, কোনো সহিংসতা এবং হট্টগোল ছাড়াই বান্দরবান পৌরসভা নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হয়েছে। নির্বাচনী আচরণবিধি নিয়ন্ত্রণে মাঠে রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। রোববার তফসিল মোতাবেক ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সবধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশেষ দিনের প্রচারণায় মুখর সাতকানিয়া পৌর এলাকা
পরবর্তী নিবন্ধমেজবান খেয়ে বাড়ি ফেরা হলো না গৃহবধূর