আজকে বলো মেঘের শরীর কে করেছে ফুটো
ঝরছে বাদল আজোর ধারায় সকাল বিকেল সাঁঝে
যাচ্ছে ভেসে জলের টানে আবর্জনা কুটো
মনের ভেতর রিম ঝিম ঝিম ছন্দ-নূপুর বাজে।
দূর পাহাড়ের নিঝুম শীষে মেঘের কানাকানি
শীতল জলের অর্ঘ্য এনে দিচ্ছে ঢেলে ভূমে
বৃষ্টি-ধোয়া বৃক্ষরা দেয় আনন্দে হাতছানি
মন হয়ে যায় মাতোয়ারা বৃষ্টি-শীতল চুমে।
দাদুরি গায় ঐকতানে পুকুর ডোবা বিলে
বৃষ্টিকণায় ভিজিয়ে পালক পানকৌড়ি নাচে
থেকে থেকে বাজ বিজুলি চমকিয়ে দেয় পিলে
মন ছুটে যায় বাঁধন কেটে তেপান্তরের কাছে।
কালো মেঘের খামে এলো বৃষ্টি-মাখা প্রীতি
বাজলো সুরে রিম ঝিম ঝিম মেঘমেদুর গীতি।