বাইরে যেতে মানা

দিপংকর দাশ | বুধবার , ১৪ জুলাই, ২০২১ at ১১:১৩ পূর্বাহ্ণ

আকাশটা আজ বড্ড কালো
ম্যাজিক ম্যাজিক বিদ্যুৎ আলো
খেলছে লুকোচুরি
ধুত্তুরি ধুত্তুরি!
গুড়ুম গুড়ুম ফাটছে বোমা
কী ভয়ানক শব্দ ওমা!
কি করি কি করি
ভীষণ ভয়ে মরি।

ঝাপটে ধরি মায়ের দুহাত
মায়ের কাছে ভয় কুপোকাত
বাইরে জলের ধারা
নাচছে আমায় ছাড়া
ঝুপঝুপাঝুপ বাঁশবাগানে
তাথই তাথই হাঁস উঠানে
মেলছে খুশির ডানা
আর আমার?
বাইরে যেতে মানা।

পূর্ববর্তী নিবন্ধভূতের বাড়ি
পরবর্তী নিবন্ধমেঘমেদুর গীতি