মেখল ইউপির ৯ নং ওয়ার্ডের উপনির্বাচন আজ

প্রস্তুতি সম্পন্ন

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৫ মে, ২০২৩ at ৬:৩৬ পূর্বাহ্ণ

হাটহাজারীর ৮ নং মেখল ইউনিয়নের ৯ ওয়ার্ডের মেম্বার পদে উপনির্বাচন আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে নির্বাচন অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা নির্বাচন অফিস। ইভিএম পদ্ধতিতে নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য পদত্যাগ করলে পদটি শূন্য হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইয়েদ মোহাম্মদ আনোয়ার খালেদ জানান, সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হবে। নির্বাচনে মেম্বার পদে পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বী রয়েছে। তারা হলেন আবুল হোসেন ভুট্টু,(তালা), সৈয়দ নাজিম উদ্দীন হাবিব (আপেল), মোহাম্মদ মহসিন (বৈদ্যুতিক পাকা), সৈয়দ মইনুল হক (ফুটবল), সৈয়দ মোহাম্মদ নেজাম উদ্দিন (টিউবওয়েল)। মেখল হাজী সিদ্দিকীয়া কেন্দ্র মোট ভোটার সংখ্যা ২ হাজার ৮শ ২৩ জন। পুরুষ ভোটার ১ হাজার ৪শ ৯ জন ও মহিলা ভোটার ১ হাজার ৪শ ১৪ জন। ভোটগ্রহণের জন্য একজন প্রিসাডিং অফিসার, ৮ জন সহকারী প্রিসাডিং অফিসার, ১৬ জন পোলিং অফিসার ৮টি বুথে ভোট গ্রহনের জন্য নিয়োগ করা হয়। ভোট কেন্দ্রে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য পর্যাপ্ত সংখ্যাক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্য নিয়োগ করা হয়েছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধসরঞ্জামসহ ছয় জুয়াড়ি আটক
পরবর্তী নিবন্ধস্মার্ট দেশ গড়তে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে