চট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউট ও আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের যৌথ উদ্যোগে আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে মৃণাল সেনের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে দুদিনব্যাপী রেট্রোসপেকটিভ, আলোচনানুঠান ও প্রকাশনার আয়োজন করা হয়েছে আগামী ২৮ ও ২৯ জুলাই। প্রথম দিন বিকাল ৪টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রামস্থ ভারতের সহকারী হাই কমিশনার ডা. রাজীব রঞ্জন। প্রধান আলোচক থাকবেন কথাসাহিত্যিক ও চলচ্চিত্র সমালেচক সৈকত দে। উৎসব উদ্বোধন করবেন স্থপতি বিধান বড়ুয়া। সেদিন প্রদর্শিত হবে বিকেল সাড়ে ৪টায় চালচিত্র, সন্ধ্যা ৬টায় আকালের সন্ধানে। ২৯ জুলাই বিকেল ৪টায় অন্তরীণ ও সন্ধ্যা ৬টায় আমার ভুবন। উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউটের মুখপত্র ‘ডিপ ফোকাসে’র মৃণাল সেন সংখ্যার মোড়ক উন্মোচন করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।