মূক ভাষায় বাংলার সংস্কৃতি

শিল্পকলায় মূকাভিনয় উৎসব

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ১ জুন, ২০২৩ at ৫:৪৫ পূর্বাহ্ণ

বাংলা মূকাভিনয় গবেষণা কেন্দ্র বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে দুদিনব্যাপী বাংলা মূকাভিনয় উৎসব সম্পন্ন হয়েছে। মূকাভিনয় রীতি নির্মাণ, চর্চা, গবেষণা ও শিল্পটিকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেয়ার লক্ষ্যে গত সোম ও মঙ্গলবার ‘মূক ভাষায় বাংলার সংস্কৃতি’ শিরোনামের এ উৎসবটি অনুষ্ঠিত হয়।

একাডেমির আর্ট গ্যালারিতে উৎসবের সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ চট্টগ্রামের সভাপতি মৃণাল কান্তি বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন নাট্যজন মোস্তফা কামাল যাত্রা। সভাপতিত্ব করেন বাংলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের মহাপরিচালক কাজী মশহুরুল হুদা। স্বাগত বক্তব্য রাখেন গবেষণা কেন্দ্রের পরিচালক রিজোয়ান রাজন। মূল পর্বে মূকাভিনয় করেন দেওয়ান মামুন, ঢাকার মনন মাইম থিয়েটার ও মিরর মাইম থিয়েটার, চট্টগ্রামের প্যান্টোমাইম মুভমেন্ট ও নাট্যাধার।

সোমবার একাডেমির প্রাঙ্গণে বিনয়বাঁশী শিল্পী গোষ্ঠীর ঢোল বাদনের মাধ্যমে উৎসব শুরু হয়। এরপর প্যান্টোমাইম মুভমেন্ট পরিবেশন করে মূকাভিনয় ‘শব্দ জট’। উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি ছিলেন নাট্যজন শিশির দত্ত। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক নাজিম উদ্দীন শ্যামল। সভাপতিত্ব করেন কাজী মশহুরুল হুদা। মূকাভিনয় করে প্যান্টোমাইম মুভমেন্ট, থিয়েটার সার্কেল মাইম ট্রুপ মুন্সিগঞ্জ, মিরর মাইম থিয়েটার, দ্য মামার্স ঢাকা।

দুদিনের অনুষ্ঠানে বক্তারা বলেন, চট্টগ্রামে মুকাভিনয় অত্যন্ত গুরত্বের সাথে চর্চা হয়। নাট্য আন্দোলন, শিল্প আন্দোলনে চট্টগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অনুষ্ঠান উপস্থাপনা করেন ইশরাত জাহান চৌধুরী শিপা।

পূর্ববর্তী নিবন্ধআগ্রাবাদ ও রামপুরে প্যাঁচওয়াক কাজ পরিদর্শনে ভারপ্রাপ্ত মেয়র
পরবর্তী নিবন্ধনাট্যনির্মাতা মোহন খান আর নেই