মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত দাবি মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর

আজাদী অনলাইন | শুক্রবার , ১ অক্টোবর, ২০২১ at ১২:৩৮ অপরাহ্ণ

আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। শুক্রবার (১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি এ দাবি করেন।

বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান।-বাংলানিউজ

গত ২৯ সেপ্টেম্বর রাতে কক্সবাজারের উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা শিবিরের রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁও বাহির সিগন্যাল সড়কে গাড়ি উল্টে নারীর মৃত্যু
পরবর্তী নিবন্ধদেখা যাচ্ছে না কোনো পে-চ্যানেল