আনজুমানে বেতাগীয়া মুহাম্মদীয়া দরবার শরীফের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল ও ফাতেহা শরীফ আজ রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কচুখাইস্থ হযরত মাওলানা মুহাম্মদ ছাহেব কেবলা (রহ.) এর রওজা শরীফ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
মিলাদ, খতমে খাজেগানের পর এতে বাদে জোহর বিশ্ববাসীর শান্তি কামনায় আখেরী মোনাজাত পরিচালনা করবেন শাহজাদা মোহাম্মদ হোসাইন শাহ। অনুষ্ঠানে সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য শাহজাদা মোহাম্মদ হোসাইন শাহ আহ্বান জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।