মুসলিম এডুকেশন সোসাইটির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন উপলক্ষে আলোচনা সভা গতকাল নগরীর এমইএস স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মুসলিম এডুকেশন সোসাইটির সাধারণ সম্পাদক ও পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দ.) উদযাপন পরিষদের আহবায়ক এআরএম শামিম উদ্দীনের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাওলানা গিয়াস উদ্দীন তালুকদার। আলোচক ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুফিজুর রহমান আল আজহারী। মুসলিম এডুকেশন সোসাইটির সহ-সাধারণ সম্পাদক ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল উদযাপন পরিষদের সদস্য সচিব মোহাম্মদ ওমর আলী ফয়সালের পরিচালনায় এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোসাইটির সহ সভাপতি শেখ মুজিবুর রহমান, মোহাম্মদ ইকবাল হাসান, এড. শওকত আউয়াল চৌধুরী, মোহাম্মদ ইউছুফ, তানভির আহমদ চৌধুরী, মোহাম্মদ মহিবুল্লাহ চৌধুরী, সৈয়দ মোহাম্মদ খালেদ, মোহাম্মদ তারেক হায়দার বাবু, আবু হাসনাত চৌধুরী, হাজী মোহাম্মদ সাহাব উদ্দীন, এমদাদুল আজিজ চৌধুরী, তৌহিদ হোসেন, মোহাম্মদ ইকরাম হোসেন প্রমুখ। আলোচনা শেষে দেশ, জাতি ও মানুষের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।