মুশফিককে নিয়ে চিন্তিত নন মোমিনুল

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ৮ এপ্রিল, ২০২২ at ৪:৫৬ পূর্বাহ্ণ

তামিম ইকবাল ও সাকিব আল হাসান দক্ষিণ আফ্রিকায় প্রথম টেস্টে ছিলেন না। তাদের অনুপস্থিতিতে ব্যাটিংয়ে একটু বেশিই প্রত্যাশা মুশফিকুর রহিমের কাছে। কিন্তু ডারবান টেস্টে দুই ইনিংসেই ব্যর্থ হয়েছেন অভিজ্ঞ এই মিডল অর্ডার ব্যাটার। তবে প্রথম ম্যাচে তার না পাওয়া নিয়ে উদ্বেগের কিছু দেখছেন না মোমিনুল হক। অধিনায়কের আশা, পরের ম্যাচেই রানে ফিরবেন মুশফিক। বাংলাদেশের সফলতম টেস্ট ব্যাটসম্যানের জন্য প্রতিপক্ষ হিসেবে দক্ষিণ আফ্রিকা যেন কঠিনতম। একাধিক টেস্ট খেলেছেন এমন প্রতিপক্ষের মধ্যে প্রোটিয়াদের বিপক্ষেই মুশফিকের গড় সবচেয়ে খারাপ, ২১.১২। ডারবান টেস্টে তিনি ঘুরে দাঁড়াতে পারেননি। বরং সেই ম্যাচে আরও বেশি হতাশ করেন দলকে। প্রথম ইনিংসে ৭ রানের পর দ্বিতীয়টিতে ফেরেন শূন্যতে। ম্যাচ বাঁচাতে পঞ্চম দিন অভিজ্ঞ এই ব্যাটারের ওপর সবচেয়ে বেশি নির্ভর করেছিল বাংলাদেশ। কিন্তু তিনিই ফেরেন সবার আগে। অধিনায়ক মোমিনুল বলেন,‘উনাকে নিয়ে কোনো চিন্তাই করবেন না। উনি বাংলাদেশের সেরা খেলোয়াড়দের মধ্যে একজন, বিশ্ব ক্রিকেটেও।
তিনটা ডাবল সেঞ্চুরি আছে উনার। উনাকে নিয়ে টেনশন করার কিছু নেই। আমি আশাবাদী, উনি খুব তাড়াতাড়ি ঘুরে দাঁড়াবেন।’ পোর্ট এলিজাবেথ টেস্ট শুরুর আগের দিন বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে অধিনায়ক নিজের ব্যাপারে বলেন, তিনি কেবল রানে ফেরার কথাই ভাবছেন।‘আমি নিজেকে নিয়েও অত উদ্বিগ্ন না। আগের ম্যাচে কী হয়েছে না হয়েছে, তা নিয়ে অত চিন্তা করি না আমি। পরের ম্যাচ নিয়ে চিন্তা করছি। কীভাবে রান করা যাবে চিন্তা করছি।’

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় এসএনও ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৮.৪০ কোটি টাকা