মুরাদপুর-অক্সিজেন সড়কে ২০টি দোকানের বর্ধিত অংশ অপসারণ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২২ সেপ্টেম্বর, ২০২২ at ৬:১৭ পূর্বাহ্ণ

মুরাদপুর-অক্সিজেন সড়কের ১ নম্বর রেল গেইট থেকে আতুরার ডিপো পর্যন্ত রাস্তার উভয় পাশ এবং ফুটপাত থেকে ২০টি দোকানের বর্ধিত অংশ অপসারণ করে রাস্তা ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী অভিযানে নেতৃত্ব দেন। অংশ নেন সিটি মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম।
অভিযানে চসিকের জায়গা ও রাস্তা দখল করে লোহা ও পুরাতন গাড়ির যন্ত্রাংশ রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে পাঁচ ব্যক্তির বিরুদ্ধে মামলা করে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই অভিযানে মুরাদপুর পিলখানা আবাসিক এলাকায় নালায় পাকা দেয়াল দিয়ে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় একটি দেয়াল অপসারণ করে নালার পানি চলাচলের পথ উন্মুক্ত করে দেওয়া হয়। মুরাদপুর, পিলখানা ও বিবিরহাট এলাকায় ডেঙ্গু রোগ প্রতিরোধের জন্য এডিস মশার উৎসস্থল বিভিন্ন বাসা-বাড়ির ছাদ বাগান ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করা হয় এবং যেসব স্থানে এডিস মশা জন্ম নেয় সেসব স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য জনসাধারণকে সচেতন করা হয় এ অভিযানে। এদিকে স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন পরিচালিত অভিযানে নগরের চান্দগাঁও আবাসিক এলাকায় চার ভবন মালিককে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।
এর মধ্যে একটি ভবনের ছাদ বাগান ও তিনটি নির্মানাধীন ভবনের নিচে এডিস মশা বংশ বিস্তারে জমাটবদ্ধ পানির উৎস পাওয়া যায়।
এছাড়া নির্মাণাধীন ভবনগুলোর সামগ্রী রেখে পথচারী ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল।

পূর্ববর্তী নিবন্ধ‘গুটি’তে আসছেন বাঁধন চট্টগ্রামেও শুটিং হবে
পরবর্তী নিবন্ধপুকুর ভরাট করে বহুতল ভবন নির্মাণ, ৭ জনের বিরুদ্ধে মামলা