নগরের মুরাদপুর এলাকায় বাসের ধাক্কায় মোহাম্মদ মহিউদ্দিন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পেশায় সবজি ব্যবসায়ী। গতকাল শনিবার ভোর সাড়ে ৫টার দিকে মুরাদপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহিউদ্দিন আতুরার ডিপোর হাজীপাড়ার জিতু মিয়ার ছেলে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাসের ধাক্কায় ওই সবজি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান।