মুম্বাইয়ে ভবন ধসে শিশুসহ নিহত ১০

আজাদী অনলাইন | সোমবার , ২১ সেপ্টেম্বর, ২০২০ at ১:০২ অপরাহ্ণ

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের নিকটবর্তী ভিবান্ডি এলাকায় একটি তিনতলা ভবন ধসে পড়ে ১০ জন নিহত হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোররাতের এ ঘটনায় প্রায় ২০ জনের মতো লোক আটকা পড়েছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ঘটনার কিছুক্ষণের মধ্যেই ভারতের জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনীর (এনডিআরএফ) একটি দল উদ্ধারকাজ শুরু করে, তাদের সঙ্গে যোগ দেয় দমকল বাহিনী ও পুলিশ।

প্রাথমিক খবর অনুযায়ী, ভিবান্ডির প্যাটেল কম্পাউন্ড এলাকার ধসে পড়া ওই বাড়ির ধ্বংসস্তূপ থেকে ২৫ জনকে উদ্ধার করা হয়েছে। ভবনটি ধসে পড়ার পরপরই স্থানীয় লোকজন অন্তত ২০ জনকে উদ্ধার করে। একটি শিশুসহ পাঁচ জনকে উদ্ধার করে এনডিআরএফ এর কর্মকর্তারা।

ভবনটি ধ্বংসস্তূপে আরও ২০ থেকে ২৫ জন আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন এনডিআরএফ এর একজন কর্মকর্তা। থানে মিউনিসিপ্যাল কর্পোরেশনের মুখপাত্র মৃতের সংখ্যা ৮ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছিলেন। পরে আরও দুই জনের মৃত্যুর কথা জানিয়েছে বার্তা সংস্থা এএনআই।

তিনতলা এই ভবনটি ৪০ বছরের পুরনো ছিল বলে জানা গেছে। ভবনটিতে ২০টির মতো পরিবার বসবাস করতো। উদ্ধারকাজ অব্যাহত আছে।

পূর্ববর্তী নিবন্ধবিক্ষোভে উত্থাল থাইল্যান্ড
পরবর্তী নিবন্ধমোহরায় অগ্নিকাণ্ডে ৭ বসতঘর পুড়ে ছাই