মুন্সিপাড়া আন্তঃ মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

| রবিবার , ২২ ডিসেম্বর, ২০২৪ at ১০:৫৮ পূর্বাহ্ণ

মাদককে না বলি, মাদক মুক্ত সমাজ গড়ি’প্রতিপাদ্যে বন্ধু ঘর আয়োজিত মুন্সিপাড়া আন্তঃ মিনিবার দিবারাত্রি ফুটবল টুর্নামেন্টের সিজন৩ উদ্বোধন হয়েছে। গত শুক্রবার উদ্বোধনী খেলায় নুরুল ইসলাম স্মৃতি সংসদ টাইব্রেকারে ৩২ গোলে স্ম্যাশার অফ ফায়াজকে পরাজিত করে। নির্ধারিত সময়ে কোনো গোল না হওয়ায় খেলা টাইব্রেকারে গড়ায়। ২৪নং ওয়ার্ডস্থ মুন্সিপাড়ার মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজক কমিটির সদস্য আশফাকুর রহমান তামজিদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি এ কে এম ফজলুল হক সুমন। স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুর হোসেন রমজান। খেলার উদ্বোধন করেন হালিশহর থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক সাজ্জাদ আহম্মেদ সাজ্জাদ। এসময় উপস্থিত ছিলেন সালেহ জুহুর, মঞ্জুর আলম, আলতাফ হোসেন, তাজুল ইসলাম রানা, রহমান প্রমুখ। ফায়াজ ট্রেড চেম্বার ও ইমামুল এন্টারপ্রাইজের সৌজন্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমুক্তকন্ঠ আয়োজিত ফুটবলে অলি স্মৃতি সংসদের জয়
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় মোগলেরহাট প্রিমিয়ার লিগ নবম আসরের উদ্বোধন