মুনিয়াকে ‘হত্যা ও ধর্ষণের’ মামলায় পিয়াসার জামিন

| বুধবার , ১৬ মার্চ, ২০২২ at ১০:২৪ পূর্বাহ্ণ

কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়াকে ‘হত্যা ও ধর্ষণের’ মামলায় মডেল ফারিয়া মাহবুব পিয়াসাকে জামিন দিয়েছে হাই কোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. আতোয়ার রহমানের বেঞ্চ একটি রুলের চূড়ান্ত শুনানি শেষে তাকে জামিন দেয়। খবর বিডিনিউজের। গত বছর ১৯ ডিসেম্বর পিয়াসার পক্ষে উচ্চ আদালতে জামিন আবেদন করেন আইনজীবী আসাদুজ্জামান খান। পরে আইনজীবী পরিবর্তন করে আসামিপক্ষ নোমান হোসাইন তালুকদারকে মামলার দায়িত্ব দেয়। পরে জামিন আবেদনের শুনানি করে ২৬ ডিসেম্বর রুল জারি করে আদালত। রুলে গুলশান থানার ওই মামলায় পিয়াসাকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। দুই সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষকে রুলের জবাব দিতে বলা হয়।
আইনজীবী নোমান হোসাইন তালুকদার বলেন, মুনিয়া হত্যা মামলায় জামিনের এই আদেশের মাধ্যমে পিয়াসার মুক্তিতে আর কোনো বাধা রইল না। পিয়াসার বিরুদ্ধে আর কোনো মামলা রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, তার বিরুদ্ধে মাদক আইনে আরও দুটি মামলা রয়েছে, সেগুলোতে তিনি আগেই জামিনে রয়েছেন।
আদালতে পিয়াসার পক্ষে ছিলেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক ও নোমান হোসাইন তালুকদার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী।
গত বছর ১৯ এপ্রিল রাতে ঢাকার গুলশানের একটি ফ্ল্যাট থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ২১ বছর বয়সী কলেজ ছাত্রী মোসারাত জাহান মুনিয়ার লাশ উদ্ধার করে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধকিয়েভে জারি হচ্ছে কারফিউ, ‘সময়টা বিপজ্জনক’
পরবর্তী নিবন্ধ১৭ মার্চে সব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ