মুজিব ১০০ আইডিয়া প্রতিযোগিতায় বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির অর্জন

| মঙ্গলবার , ৩০ নভেম্বর, ২০২১ at ৮:২৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন আয়োজিত মুজিব ১০০ আইডিয়া প্রতিযোগিতায় বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের দু্‌ইটি আইডিয়া নির্বাচিত হয়েছে। এ অর্জনের স্বীকৃতি হিসেবে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব অংশগ্রহণকারী দলের মেন্টর ও সদস্যদের শুভেচ্ছা জানান।
এ সময় উপাচার্য বলেন, এ অর্জনের মাধ্যমে অংশগ্রহণকারী দুইটি টিমের সদস্যরা জাতীয় পর্যায়ে নিজেদের সক্ষমতা ও মেধার পরিস্ফুটনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের জন্য সুনাম বয়ে এনেছে । তিনি বলেন শুধু জাতীয় পর্যায়ে নয় শিক্ষার্থীরা ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে অশগ্রহণে নিজেদের মেধার বিকাশের মাধ্যমে এ ধারা বজায় রাখবে। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ এফ এম আখতারুজ্জামান কায়সার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ সালাহউদ্দীন চৌধুরী, ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দীন শাহরিয়ার, ফোকাল পয়েন্ট ও মেন্টর অভিজিৎ পাঠক, মেন্টর শুভাশীষ ঘোষ, প্রজ্ঞা দত্ত, মো. রাহাত ইবনে সাত্তার, মো. শহীদ উদ্দীন রাহাত, ভিকি বড়ুয়া, মেহেরাজ মোয়াজ্জেম, শ্রাবন্তী মিত্র, আবরার হোসাইন তাসিন, জয়তু বড়ুয়া, নীলিমা দাশ, দিল ইন্তেহা কামাল মীম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্নস্থানে মাহফিল
পরবর্তী নিবন্ধনন-কোভিড ইউনিটে ১০টি আইসিইউ বেড উদ্বোধন