পটিয়া উপজেলার মুজাফরাবাদ গ্রামে ১৯৭১ সালের ৩ মে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের আক্রমণে ৩ শতাধিক লোকের আত্মত্যাগ স্মরণে গত ৩ মে মুজাফরাবাদ সমন্বয় সংগঠন ও বধ্যভূমি সংরক্ষণ পরিষদের আয়োজনে এবং পটিয়া উপজেলা প্রশাসনের সহায়তায় গণহত্যা দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে ছিল শ্রাদ্ধানুষ্ঠান, গার্ড অব অনার, শহীদ স্মৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, স্মরণসভা, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সার্টিফিকেট প্রদান। শুরুতে সকল শহীদদের আত্মার সদগতি কামনায় ১ মিনিট নিরবতা পালন করা হয়। বধ্যভূমি সংরক্ষণ পরিষদের সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপিকা ড. তাপসী ঘোষ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী ভূমি কমিশনার প্লাবন কুমার বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মফজল আহমেদ চৌধুরী, শহীদ পরিবারের সন্তান অধ্যাপক বনগোপাল চৌধুরী, থানা তদন্ত কর্মকর্তা আতাউর রহমান, বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা যুগল সরকার, বীর মুক্তিযোদ্ধা সুনীল বিশ্বাস, হারাধন মজুমদার, ডা. বি. কে দত্ত, প্রদীপ কর প্রমুখ। রাজীব সেনের পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন বধ্যভূমি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব সেন। বক্তব্য রাখেন কাজল কর, অমল বিশ্বাস পিন্টু, প্রকৌশলী সুহাস চৌধুরী, টিটন মজুমদার। প্রেস বিজ্ঞপ্তি।