মুখের ভাষা

মিতা দাশ | রবিবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৪৮ পূর্বাহ্ণ

মুখের ভাষায় একুশের কবিতা
বলতে চাই আমি সবসময়,
কন্ঠে আমার বাজে যেন সুর
দেশের গানই সর্বক্ষণ।

সবখানেতে কথায় যেন, মাতৃভাষা মুখে থাকে
মধুর এই ভাষাকে আমি, বলতে চাই শ্রদ্ধা রেখে।

ভালোবেসে যেন মায়ের ভাষা নিয়ে
গর্ব করতে পারি সবার সামনে,
বড় করে তুলতে পারি
আমার মুখের বাংলা বুলিকে।

ভাই হারানো এই দিনেতে
বোনেদের পাশে দাঁড়াতে চাই,
কথায়, কাজে শুদ্ধতা রেখে
মায়ের ভাষাকে ভালোবাসতে চাই।

অন্য ভাষায় বিদ্যা অর্জন
কাজের জন্য শিখলেও
বাংলা ভাষায় বুক ফুলিয়ে
বাংলায় কথা বলি গর্ব করে যেন।

অনেক ত্যাগে, অনেক কষ্টে
পাওয়া আমার মাতৃভাষা,
রফিক, জব্বার, সালাম, বরকত কে
কোনদিন ই তো ভুলবো না।

রবে অম্লান, ভাষার মধ্যে
বেঁচে রবে মনে আজীবন,
একুশ এলেই ভোর বেলা সেই
মনে বাজে প্রভাত ফেরীর গান।

পূর্ববর্তী নিবন্ধবাংলার বিজয়
পরবর্তী নিবন্ধবাসন্তী চাঁদ