মাদারবাড়ী মুক্তকণ্ঠ গ্রীনের এক সভা গত ৫ ডিসেম্বর সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন যুগ্ম আহ্বায়ক আসলাম হোসেন এবং পরিচালনা করেন সদস্য মো. রাশেদ। এতে বক্তব্য রাখেন মুহম্মদ ইউসুফ, মামুনুর রশিদ ও মহিউদ্দিন সাজ্জাদ।
সভায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে চার দিনব্যাপী অনুষ্ঠানমালায় আন্তঃক্রীড়া প্রতিযোগিতা ফুটবল, ক্রিকেট, চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রতিযোগিতা সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে মাঝিরঘাট সমাজ উন্নয়ন পরিষদের সদস্য মো. জাহাঙ্গীর আলমকে চেয়ারম্যান, সাবেক ফুটবলার শেখ আহসান হাবীব রিপনকে সদস্য সচিব করে ২১ সদস্যের কমিটি গঠন করা হয়।
ভাইস চেয়ারম্যান- মোহাম্মদ সেলিম, জাহিদুর রহমান, নূর হোসেন, আসলাম হোসেন,মোহাম্মদ ইউসুফ, মো. সালাউদ্দিন। সদস্য-নিয়ামুর রহমান মিজান, মো. ফেরদৌস রানা, ইকবাল হোসেন, মো. রাশেদ, মো. আসিফ চৌধুরী, মো. আলমগীর হিরা, মুরাদ হোসেন, ফারুক রহমান, মোহাম্মদ আলাউদ্দিন, সাইফুল ইসলাম, মোহাম্মদ হোসেন, ও মোহাম্মদ জাহিদ।