সপ্তাহের একমাত্র নতুন সিনেমা হিসেবে গতকাল শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অঞ্জন আইচ পরিচালিত সিনেমা ‘আগামীকাল’। এদিন দেশের মোট ৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সাইকো–থ্রিলারধর্মী এই সিনেমা। ‘আগামীকাল’–এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক মামনুন ইমন, জাকিয়া বারী মম ও সূচনা আজাদ। ‘দারুচিনি দ্বীপ’–এর ১৫ বছর পর এই সিনেমার মাধ্যমে একসঙ্গে অভিনয় করলেন ইমন ও মম। খবর বাংলানিউজের।
মামনুন ইমন বলেন, ‘দেশের সেরা ৩০টি প্রেক্ষাগৃহে ‘আগামীকাল’ মুক্তি পেয়েছে। এটা বেশ ভালো লাগছে। সিনেপ্লেঙসহ বড় সব প্রেক্ষাগৃহেই আমাদের সিনেমাটি আজ থেকে দেখা যাবে। ‘আগামীকাল’ নিয়ে নির্মাতা অঞ্জন আইচ বলেন, ‘সিনেমাটির পরতে পরতে উৎকণ্ঠা, উত্তেজনা রয়েছে। এতে ইমন, মম, সূচনা ও শতাব্দীসহ সবাই দারুণ অভিনয় করেছেন। সব মিলিয়ে একটি ভালো সিনেমা হতে যাচ্ছে। আমার বিশ্বাস দর্শকরা সিনেমাটি ৫ মিনিট দেখলেই শেষ না করে আর উঠতে পারবেন না। সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন টুটুল চৌধুরী, শতাব্দী ওয়াদুদ, ফারুক আহমেদ, আশিস খন্দকার, সাবেরী আলম, তারেক স্বপন প্রমুখ।