খাগড়াছড়িতে ‘রক্তে ভেজা গৌরব গাথা’ মঞ্চস্থ

খাগড়াছড়ি প্রতিনিধি | শনিবার , ৪ জুন, ২০২২ at ৫:১৪ পূর্বাহ্ণ

খাগড়াছড়ি অঞ্চলের মুক্তিযুদ্ধ ও তাইন্দং গণহত্যার চিত্র নিয়ে নাটক ‘রক্তে ভেজা গৌরব গাথা’ মঞ্চস্থ হয়েছে। গত বৃহস্পতিবার রাতে খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ আমন্ত্রিত অতিথিরা মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করার পর বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি ভার্চুয়ালি যুক্ত হয়ে নাটকের উদ্বোধন করেন। খাগড়াছড়িতে ৭১ এর পাক হানাদার বাহিনীর নির্মমতা, গণহত্যা ও শরণার্থী জীবন নিয়ে পরিবেশ থিয়েটারের এ নাটকটির মূল প্রতিপাদ্য বিষয় ছিল। স্বাধীনতা যুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমি সহযোগিতায় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় খাগড়াছড়ি জেলা শিল্পকলা একাডেমি এ নাটকটি মঞ্চায়ন করে। সোয়া একঘণ্টার বিরতিহীন মঞ্চ নাটক ‘রক্তে ভেজা গৌরব গাথা’ দেখতে কয়েক হাজার দর্শক হাজির হয়েছিলেন। নাটকের শেষভাগে রামগড়, মানিকছড়ি ও খাগড়াছড়ির কুকিছড়ায় সম্মুখ যুদ্ধে পাকবাহিনীকে হটিয়ে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, এই অঞ্চলের অনেকটা অনুল্লেখ্য মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি সংরক্ষণে পরিবেশ নাটকটি ভূমিকা রাখবে।

পূর্ববর্তী নিবন্ধমুক্তি পেল ‘আগামীকাল’
পরবর্তী নিবন্ধইমন কল্যাণ বিদ্যাপীঠের সংগীত সন্ধ্যা