মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস আজ

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ৭ নভেম্বর, ২০২৩ at ৫:৪১ পূর্বাহ্ণ

মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস আজ। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এই দিনটিকে মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস হিসাবে পালন করে। ১৯৭৫ সালের এদিনে, সিপাহী বিপ্লবের নামে প্রথমে হত্যা করা হয় তিন খ্যাতনামা মুক্তিযোদ্ধাকে। কোনো কোনো রাজনৈতিক সংগঠন এ দিনটি সিপাহীজনতার অভ্যুত্থান দিবস হিসাবেও পালন করে। বিশিষ্টজনেরা মনে করেন, সিপাহী বিপ্লবের নামে এদিন থেকে শুরু হয় মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের হত্যা প্রক্রিয়া। ১৯৭৫ সালের এদিনে সিপাহী বিপ্লবের নামে প্রথমে হত্যা করা হয় তিন খ্যাতনামা মুক্তিযোদ্ধাকে। এরা হলেনখালেদ মোশাররফ বীর উত্তম, কে এন হুদা বীর উত্তম এবং এ টি এম হায়দার বীর বিক্রম। মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস উপলক্ষে চট্টগ্রামে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সেক্টর কমান্ডারস্‌ ফোরাম : মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা ও মহানগর সেক্টর কমান্ডারস্‌ ফোরামের উদ্যোগে আজ বিকাল ৪ টায় নগরীর দোস্ত বিল্ডিং কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক অনুরোধ জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধঅবরোধের ৩৮ ঘণ্টায় দেশে ২১ যানবাহনে আগুন, রাতে বেশি
পরবর্তী নিবন্ধমার্কেটে শীতের ‘গাইডের কাপড়’