মুক্তিযোদ্ধা শেখ মানিকের দাফন সম্পন্ন

| বৃহস্পতিবার , ৮ অক্টোবর, ২০২০ at ১০:৩৭ পূর্বাহ্ণ

বন্দর শ্রমিক লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা শেখ মানিকের নামাজে জানাযা গত ৬ অক্টোবর বাদে এশা পোর্ট কলোনী সংলগ্ন জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি-পতেঙ্গা সার্কেল) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদের নেতৃত্বে বন্দর থানা পুলিশের একটি চৌকষ দল মুক্তিযোদ্ধা মরহুম শেখ মানিককে গার্ড অব অনার প্রদান করেন। একই সাথে পুলিশ কমিশনারের পক্ষে মরহুমের পুত্র শেখ ফরিদ মিঠুর হাতে একটি শোক ক্রেস্ট তুলে দেন বন্দর থানার ওসি মো. নিজাম উদ্দিন। এসময় মুক্তিযোদ্ধার মরদেহে শেষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা প্রশাসকের পক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ, মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট কমান্ড, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মহানগর কমিটির নেতৃবৃন্দ। পরে পোর্ট কলোনী নতুন মার্কেট সংলগ্ন বন্দর কবরস্থানে মরহুমের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহোয়াইট হাউসের আরেক উপদেষ্টা আক্রান্ত
পরবর্তী নিবন্ধফিকরিয়া বানু