হোয়াইট হাউসের আরেক উপদেষ্টা আক্রান্ত

বেশ কয়েকজন কর্মকর্তা কোয়ারেন্টাইনে

| বৃহস্পতিবার , ৮ অক্টোবর, ২০২০ at ১০:৩৪ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠদের মধ্যে কোভিড-১৯ আরও বিস্তৃত হয়েছে। হোয়াইট হাউসের উপদেষ্টা স্টেফেন মিলার ও একজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাও আক্রান্ত হয়েছেন। গত পাঁচ দিন ধরে স্বেচ্ছা আইসোলেশনে থাকা মিলার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে মঙ্গলবার নিশ্চিত করেছেন। খবর বিডিনিউজের।
পরীক্ষায় যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের কর্মকর্তা অ্যাডমিরাল চার্লস রে-র করোনাভাইরাস পজিটিভ আসার পর দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল মার্ক মিলি ও অন্যান্য সামরিক নেতারা কোয়ারেন্টাইনে থাকা শুরু করেছেন।
‘অতিরিক্ত সতর্কতা’ হিসেবে অন্যান্য কর্মকর্তারাও স্বেচ্ছা আইসোলেশনে থাকছেন বলে জানিয়েছে বিবিসি। কোস্টগার্ডের ভাইস কমাড্যান্ট অ্যাডমিরাল রে-র রোগ লক্ষণ মৃদু বলে জানা গেছে। গত সপ্তাহে অ্যাডমিরাল রে-র সঙ্গে বৈঠকে যে সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন তারা সবাই এখন কোয়ারেন্টাইনে আছেন। তবে পরীক্ষায় এখনও তাদের কারও করোনাভাইরাস পজিটিভ আসেনি বা কারও মধ্যে রোগ লক্ষণ প্রকাশ পায়নি বলে জানিয়েছে পেন্টাগন।
অ্যাডমিরাল রে কীভাবে ভাইরাসটির সংস্পর্শে এসেছিলেন তা জানা যায়নি। প্রায় ১০ দিন আগে তিনি হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তবে সেখান থেকে না অন্য কোথাও থেকে তিনি ভাইরাসটির সংস্পর্শে এসেছেন তা পরিষ্কার নয় বলে জানিয়েছেন কর্মকর্তারা।
সমপ্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ও হোয়াইট হাউসের আরও অনেক কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। এক বিবৃতিতে কোস্ট গার্ড জানিয়েছে, সোমবার পরীক্ষায় অ্যাডমিরাল রে-র করোনাভাইরাস পজিটিভ আসে, তারপর থেকে তিনি বাড়িতে আইসোলেশনে আছেন। কোস্টগার্ডের অন্য যে সদস্যরা এই কর্মকর্তার ঘনিষ্ঠ সংস্পর্শে এসেছিলেন, তাদের সবাইকে কোয়ারেন্টাইনে থাকতে হবে।
সিবিএস নিউজ জানায়, গত সপ্তাহে অ্যাডমিরাল রে-র সঙ্গে বৈঠকে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফের প্রায় সব সদস্যই কোয়ারেন্টাইনে আছেন। জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মিলির পাশাপাশি ভাইস চিফ অব স্টাফ, সেনাবাহিনীর চিফ অব স্টাফ, নেভাল অপারেশন্স চিফ, বিমান বাহিনীর চিফ অব স্টাফ, সাইবারকম কমান্ডার, স্পেস ফোর্স চিফ, ন্যাশনাল গার্ডের প্রধান ও মেরিন কোরের ডেপুটি কমাড্যান্টও কোয়ারেন্টাইনে আছেন।
শীর্ষ কর্মকর্তারা কোয়ারেন্টাইনে থাকলেও যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর ‘অপারেশনাল রেডিনেস’ বা ‘মিশন ক্যাপাবিলিটিতে’ কোনো পরিবর্তন আসেনি বলে পেন্টাগনের মুখপাত্র জোনাথন হফম্যান এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন। সামরিক বাহিনীর শীর্ষ নেতারা ‘বিকল্প কর্মক্ষেত্র’ থেকে তাদের দায়িত্ব পালন করতে পারবেন বলে জানিয়েছেন তিনি।
গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্পের করোনা পজিটিভ আসার পর বেশ কয়েকজন জ্যেষ্ঠ রিপাবলিকান নেতা ও তার ঘনিষ্ঠ অন্যরাও ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, প্রেসিডেন্টের জ্যেষ্ঠ উপদেষ্টা হোপ হিক্স এবং বেশ কয়েকজন রিপাবলিকান সিনেটরও আছেন।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কাইলি ম্যাকনানিও করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার পরীক্ষায় তার কোভিড-১৯ পজিটিভ এসেছে। এর পরদিন মঙ্গলবার হোয়াইট হাউসের প্রেস দপ্তরের আরও তিন কর্মী সদস্যের দেহে ভাইরাসটির অস্তিত্ব শনাক্ত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধভারতে করোনায় একদিনে ৯৮৬ মৃত্যু
পরবর্তী নিবন্ধমুক্তিযোদ্ধা শেখ মানিকের দাফন সম্পন্ন