মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সোসাইটি মহানগর ভূমিহীন বাস্তুহারা কমান্ডের পুনর্মিলনী

| বৃহস্পতিবার , ৪ মে, ২০২৩ at ৬:৩০ পূর্বাহ্ণ

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সোসাইটি মহানগর ভূমিহীন বাস্তুহারা কমান্ডের নবগঠিত কমিটির অভিষেক ও ঈদ পুনর্মিলনী গত ১ মে ফিশারীঘাটস্থ সংগঠনের অফিসে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মুহাম্মদ আইয়ুবের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সোসাইটির বিভাগীয় সভাপতি মো. তাজুল ইসলাম চৌধুরী। তিনি তার বক্তব্যে সকল কর্মকর্তাদের লোভলালসার ঊর্ধ্বে থেকে দুঃখী মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার আহ্বান জানান। স্বাগত বক্তব্য রাখেন ভূমিহীন বাস্তুহারা কমান্ড মহানগর কমিটির সাধারণ সম্পাদক মো. মাসুদুজ্জামান মামুন। বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর পুলক খাস্তগীর, মশিউর রহমান রোকন, সুজিত কুমার দাস, ইঞ্জিনিয়ার এম এ সালাম, রঞ্জিত বড়ুয়া,অধ্যাপক ইমরানুল আজিজ।

বক্তব্য রাখেন রুপম কান্তি মহাজন, অ্যাডভোকেট আবু সাইয়িদ, মোহাম্মদ ইউসুফ কিরণ, মোহাম্মদ আব্দুন নূর আইয়ুব, মোহাম্মদ ইউনুস মেহেদী, মোহাম্মদ ফারহানুল হক, মোহাম্মদ নেজাম উদ্দিন, মোহাম্মদ আলী পারভেজ, মোহাম্মদ করিম, কনক লাল মজুমদার, সুমন সেন, স্বপন কান্তি দাস, রতন দাস মোহাম্মদ জামাল প্রমুখ। সভা সঞ্চালনায় ও পরিচালনায় ছিলেন উত্তম কুমার চক্রবর্তী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশহীদের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে
পরবর্তী নিবন্ধবিডিএফের নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের অভিষেক