চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী সদস্য ও চট্টগ্রাম মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের (লাল) স্টেডিয়াম প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হাসেম ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বর্তমানে তাঁর শরীরে ৩টি রিং ও পেইস ম্যাকার স্থাপন করা হয়েছে। তাঁর দ্রুত সুস্থতার জন্য পরম করুনাময় আল্লাহর তালার নিকট দোয়া করার জন্য সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক মো. হাফিজুর রহমান ও আলহাজ্ব আলী আব্বাস। প্রেস বিজ্ঞপ্তি।