মুক্তিযোদ্ধা অসিত সেনের পরলোকগমন

| শুক্রবার , ১৬ জানুয়ারি, ২০২৬ at ৭:৫২ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি, দক্ষিণ নালাপাড়া সনাতনী সমন্বয় পরিষদের সভাপতি, বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের প্রধান পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা লায়ন অসিত সেন (৭০) গত ১৪ জানুয়ারি দুপুর ২টা ৪০ মিনিটে নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। গতকাল সকাল ৯টায় নিমকালী মন্দির মাঠ প্রাঙ্গণে বাঁশখালী উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) ওমর সানি আখনের তত্ত্বাবধানে এবং রামদাস মুন্সিরহাট ফাঁড়ির অফিসার ইনচার্জ তপন বাগচির পরিচালনায় বীর মুক্তিযোদ্ধা অসিত সেনকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অর্নার প্রদান শেষে কালীপুরস্থ পারিবারিক শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়। তাঁর মৃত্যুতে বাঁশখালীর বিএনপি মনোনীত প্রার্থী মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, কালীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম চৌধুরী, জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাড. চন্দন তালুকদার, সাধারণ সম্পাদক আর.কে দাশ রুপু, কার্যকরি সভাপতি আয়ান শর্মা, সাধারণ সম্পাদক বিপ্লব পার্থ, তাপস কুমার নন্দী, দোদুল কুমার দত্ত, বিশ্বনাথ দাশ বিশু, ঝুন্টু চৌধুরী, অ্যাড. শুভাশীষ শর্মা, অজয়কৃষ্ণ দাশ মজুমদার, প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিক, ডা. অপূর্ব ধর, এস প্রকাশ পাল, পংকজ বৈদ্য সুজন, অনিল পাল, রনজন সাহা, অলকেশ পাল, অমল দে, শ্যামল পাল, প্রদীপ কুমার রায়, জুয়েল মজুমদার, অ্যাড. মাহজারুল ইসলাম, অ্যাড. মাজহারুল ইসলাম, আবুল মনসুর, পুলক চৌধুরী, সুজন মজুমদারসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন ও শোকসন্তপ্ত পরিবারপরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজ থেকে সারাদেশে বিক্ষোভের ডাক ইনকিলাব মঞ্চের
পরবর্তী নিবন্ধসাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে এবার মামলা করছে দুদক