স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ১৬ থানা এলাকায় ২০১ জন মুক্তিযোদ্ধার কাছে উপহার সামগ্রী নিয়ে হাজির হয়েছেন ১৬ জন ওসি। হঠাৎ পাওয়া এ উপহার সামগ্রী মুক্তিযোদ্ধাদের কাছে ছিল বিস্ময়ের। কেউ হয়েছেন আবেগাপ্লুত। সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের নির্দেশনায় ১৬ থানার ওসিরা পৌঁছে দেন এসব উপহারসামগ্রী।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ওসি মো. নেজাম উদ্দীন আজাদীকে জানান, মুক্তিযোদ্ধারা এ দেশের শ্রেষ্ঠ সন্তান। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কমিশনার স্যার তাদের সম্মানিত করতে এ উদ্যোগ নিয়েছেন। আমরা তাদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়েছি এসব সামগ্রী। তাদের সম্মানিত করতে পেরে আমরাই সম্মানিত হয়েছি।












