মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিবের মুজাফরাবাদ বধ্যভূমি পরিদর্শন

| সোমবার , ১৩ মার্চ, ২০২৩ at ১০:৪০ পূর্বাহ্ণ

১৯৭১ এর ৩ মে পাকিস্তানি পাক হানাদার বাহিনীর নির্যাতনে নিহত পটিয়ার মুজাফরাবাদে তিন শতাধিক শহীদের বধ্যভূমি গতকাল পরিদর্শন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব ও প্রকল্প পরিচালক মো. জাহাঙ্গীর আলম। এসময় তিনি বলেন, মুজাফরাবাদ বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ। এই প্রকল্প বাস্তবায়নে মন্ত্রনালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গণপূর্ত চট্টগ্রাম বিভাগের নির্বাহী প্রকোশলী রাহুল গুহ, উপবিভাগীয় প্রকৌশলী জাহিদুল নবী চৌধুরী, পটিয়া ভূমি অফিসের সহকারী কমিশনার রাকিবুল ইসলাম, গণপূর্ত বিভাগ চট্টগ্রাম১ এর উপসহকারী প্রকৌশলী লিটন মজুমদার, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন, সুনীল বিশ্বাস, বধ্যভূমি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব সেন, সমন্বয়ের সাধারণ সম্পাদক কাজল কর, ইউপি সদস্য রতন সেন, বধ্যভূমি সংরক্ষণ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব চৌধুরী, কান্তিময় ঘোষ, নির্মল চৌধুরী, সন্তোষ চৌধুরী, মিথুন চৌধুরী, প্রকাশ ঘোষ, সাগর মজুমদার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএমবিএ ও এমএ ইন ইংলিশ স্প্রিং সেশনের নবীন বরণ
পরবর্তী নিবন্ধবশিরুজ্জামান উচ্চ বিদ্যালয়ে বিদায় ও বরণ অনুষ্ঠান