মুক্তিযুদ্ধের বিজয় বই উৎসব নগরে অনন্য আয়োজন

গৌতম কানুনগো | সোমবার , ১২ ডিসেম্বর, ২০২২ at ৭:৩৯ পূর্বাহ্ণ

বিজয়ের মাস আমাদের গর্বের মাস, আমাদের অহংকারের মাস। এ মাসে বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন হয়। এখন চলছে বিজয় মেলা। তারুণ্যের উচ্ছ্বাসের উদ্যোগে অতি সম্প্রতি অনুষ্ঠিত হয় ৩ দিনের আবৃত্তি উৎসব। আগামী ১৪ থেকে ১৬ ডিসেম্বর চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘মুক্তিযুদ্ধের বিজয় বই উৎসব’।

১৪ ডিসেম্বর বুধবার বিকেল সাড়ে ৪ টায় বই উৎসব উদ্বোধন করবেন একুশে পদকপ্রাপ্ত অর্থনীতিবিদ, প্রাবন্ধিক ও কলাম লেখক ড. মইনুল ইসলাম। এ উপলক্ষে দীপক বড়ুয়াকে আহ্বায়ক, মৃণালিনী চক্রবর্তী ও রোকেয়া হককে যুগ্ম আহ্বায়ক, বাসুদেব খাস্তগীরকে সদস্য সচিব এবং শামীম ফাতেমা মুন্নী ও ইফতেখার মারুফকে যুগ্ম সদস্য সচিব করে বই উৎসব উদযাপন পরিষদ গঠন করা হয়।

শৈলী প্রকাশনের উদ্যোগে ৩ দিন ব্যাপী আয়োজিত এই উৎসবে যাঁরা অংশগ্রহণ করছেন, তাঁদের নাম এখানে উল্লেখ করা হলো : উদ্বোধনী দিন : ১৪ ডিসেম্বর ২০২২, শহীদ বুদ্ধিজীবী দিবস, বুধবার : উদ্বোধনী পর্ব : বিকেল সাড়ে ৪টা : উদ্বোধক : . মইনুল ইসলাম; সভাপতি : . আনোয়ারা আলম; আলোচক : . উজ্জ্বল কুমার দেব, . নারায়ন বৈদ্য, . আহমেদ মাওলা, . মো. মোরশেদুল আলম, . মানজুর মুহাম্মদ, . শ্যামল কান্তি দত্ত। বৃন্দ আবৃত্তি : তখন সত্যি মানুষ ছিলাম, প্রযোজনা : উঠোন সাংস্কৃতিক কেন্দ্র, গ্রন্থনা ও নিদের্শনা : আয়েশা হক শিমু। ছড়া ও কবিতা পাঠ : সন্ধ্যা ৬ টা : সভাপতি : সাথী দাশ। অংশগ্রহণে : আখতারুল ইসলাম, আজিজ রাহমান, ... মোদাচ্ছের আলী, আবদুল হামিদ মাহবুব, আবুল কালাম বেলাল, এমরান চৌধুরী, কাসেম আলী রানা, গৌরী প্রভা দাশ, জাহাঙ্গীর আজাদ, দিলরুবা আক্তার চৌধুরী, দিলরুবা খানম, নাজিমুদ্দীন শ্যামল, নিশাত হাসিনা শিরিন, বিচিত্রা সেন, মাহবুবা চৌধুরী, রুনা তাসমিনা, শর্মিষ্ঠা চৌধুরী, শামীম ফাতেমা মুন্নী, শাহানা ইসলাম, শাহীন মাহমুদ, শিরিন আফরোজ, শুকলাল দাশ, সনজিত দে, সাইয়েদা জয়নাব শিউলী, সাঈদুল আরেফীন, সৈয়দ খালেদুল আনোয়ার, সৈয়দা সেলিমা আক্তার, হাসানুল ইসলাম, হেলাল চৌধুরী।

২য় দিন : ১৫ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার : ছড়া ও কবিতা পাঠ : বিকেল সাড়ে ৪টা। সভাপতি : মৃণালিনী চক্রবর্তী। অংশগ্রহণে : অমিত বড়ুয়া, আজিজুল কদির, আয়েশা পারভীন চৌধুরী, আরজুমুন, আলী আকবর বাবুল, আহসানুল কবির রিটন, আহসানুল হক, ওবায়দুল সমীর, কানিজ ফাতিমা, কোহিনুর আকতার, গৌতম কানুনগো, জসিম উদ্দিন খান, জাকির হোসেন কামাল, জান্নাতুল ফেরদৌস, জাহেদ কায়সার, কল্যাণ বড়ুয়া (ডা.), ডালিয়া নাহার, তরুণ কান্তি বড়ুয়া, তানভীর হাসান বিপ্লব, তৌফিকুল ইসলাম চৌধুরী, নাসিমা শওকত, নিলুফা ইয়াসমিন জয়িতা, প্রদ্যোৎ কুমার বড়ুয়া, ফেরদৌস কান্তা, বনশ্রী বড়ুয়া, বিদ্যুৎ কুমার দাশ, বিভা ইন্দু, বিলাস কান্তি দাশ, মল্লিকা বড়ুয়া, মাজহার হেলাল, মিতা দাশ, মেহের আফরোজ হাসিনা, মোয়াজ্জেম হোসেন, শাহিদা আয়শা, সালাম সৌরভ, সাহাদাত হোসাইন সাহেদ, সিমলা চৌধুরী, সুজন কান্তি বিশ্বাস, সুবর্ণা দাশ মুনমুন, সুমনা দাশ শান্তা, সুমি দাশ, সৈয়দা ডালিয়া।

আলোচনা : সন্ধ্যা ৬টা : সভাপতি : আমিনুর রশীদ কাদেরী। আলোচক : ওমর কায়সার, বিকাশ চৌধুরী বড়ুয়া, এম নাসিরুল হক, জিনাত আজম, জাহাঙ্গীর মিঞা, ববি বড়ুয়া, মুহাম্মদ মুসা খান, খনরঞ্জন রায়, শাকিল আহমদ।

৩য় দিন : ১৬ ডিসেম্বর ২০২২, মহান বিজয় দিবস, শুক্রবার :

ছড়া ও কবিতা পাঠ : সকাল ১০ টা: সভাপতি : বিপুল বড়ুয়া। অংশগ্রহণে : অনুপ দাশগুপ্ত, অর্চনা আচার্য, অরূপ কুমার বড়ুয়া, অরূপ কুমার পালিত, আনোয়ারা খাতুন, আয়েশা সিদ্দীকা, আহমেদ মনসুর, ইকরামুল হক ইলি, উম্মে হাবীবা সূচনা, এস এম আবদুল আজিজ, কাজী নাজরিন, চন্দ্রশিলা ছন্দা, ছন্দা চক্রবর্তী, জায়তুন্নেসা জেবু, জাহানারা মুন্নী, জিএম জহিরউদ্দীন, জেবারুত সাফিনা, জোনাকি দত্ত, জোবাইদা আব্বাস ঝিনুক, তন্ময়ী দত্ত, দীপান্বিতা চৌধুরী, নাজনীন আমান, নাজমুল হেলাল, নীলিমা শামীম, নুসরাত সুলতানা, নুরুল আলম জিল্লু, পুষ্পিতা সেন, ফজলুল কাদের, ফাতেমা ফেরদৌস নিপা, ফারজানা রহমান শিমু, বরুণ কুমার আচার্য (ডা.), বিভাস গুহ, মার্জিয়া খানম সিদ্দিকা, মাসুদা তোফা, মাহবুবা ছন্দা, মুক্তা রানী দেবী, মুসলেহউদ্দীন মুহাম্মদ বদরুল, মোহাম্মদ ওয়াহিদ মিরাজ, মোহিনী সংগীতা সিংহ, মোঃ আসিফ ইকবাল, রমজান মাহমুদ, রাশিদা তিথি, রাসু বড়ুয়া, রায়হানা হাসিব, রূপম চক্রবর্তী, লিপি বড়ুয়া, লিপি তালুকদার, শ্রাবন্তী বড়ুয়া, স্মরণিকা চৌধুরী, স্বর্ণা তালুকদার, সিমলা ঘোষ, হৈমন্তী তালুকদার।

ছড়া ও কবিতা পাঠ : বিকেল সাড়ে ৪ টা : সভাপতি : মর্জিনা আখতার। অংশগ্রহণে : অপু চৌধুরী, অপু বড়ুয়া, আবদুল্লাহ ফারুক রবি, আবিদ শাহারিয়ার খান, আবু মুসা চৌধুরী, ইসমাইল জসীম, কাজী মোহাম্মদ রোকনুজ্জামান, কাঞ্চনা চক্রবর্তী, কোহিনুর শাকি, গাজী মোহাম্মদ নুর উদ্দীন, গোপা রানী দে, চৌধুরী শাহাজাহান, দর্পণ বড়ুয়া, নাজনীন লাকী, নাটু বিকাশ বড়ুয়া, নান্টু কুমার দাশ, নান্টু বড়ুয়া, নাসিমা হক মুক্তা, নিজামুল ইসলাম সরফী, নুরুল আমিন সাঁইদারী, পারভীন আকতার, পিন্টু কুমার শীল, পিংকু দাশ, পীযুষ কান্তি বড়ুয়া, প্রণব কুমার চৌধুরী (ডা.), প্রদীপ ভট্টাচার্য, ফেরদৌস আরা রীনু, বিকিরণ বড়ুয়া, মিতা পোদ্দার, মিলন বনিক, মুকুল চৌধুরী, মোহাম্মদ নাজিম উদ্দীন, রশীদ এনাম, রাশেদ চৌধুরী, রূপক কুমার রক্ষিত, রেহেনা মাহমুদ, লিটন কুমার চৌধুরী, শওকত আলী সুজন, শামশুল আলম সোহেল, শিবুকান্তি দাশ, সাইফুল্লাহ্‌ কায়সার, সাবেরা শারমিন, সুব্রত কুমার নাথ, সেলিম তালুকদার আকাশ, সৈয়দ আহমেদ বাদল, হাসিনা আখতার।

আলোচনা : সন্ধ্যা ৬টা : সভাপতি : এলিজাবেথ আরিফা মুবাশশিরা। আলোচক : অভীক ওসমান, রিজোয়ান মাহমুদ, নেছার আহমদ, অরুণ শীল, রেজাউল করিম স্বপন, মো. মাজহারুল হক, মুহাম্মদ মুজিবুর রহমান, শাকিল আহমদ, মোহাম্মদ জহির, জিএম শহীদুল্লাহ, গোফরান উদ্দীন টিটু।

নাটক : সন্ধ্যা সাড়ে ৭টা : শুভ হরতাল। রচনা : কাসেম আলী রানা, নির্দেশনা : শামসুল কবির লিটন, প্রযোজনা ও পরিবেশনাঃ অ্যাঁভাগার্ড। চরিত্রায়নে : মো. ফজলুর রহমান, মো. রেজাউল করিম আলমগীর, মো. পারভেজ, মো. ফরহাদ আহমেদ, মো. জানে আলম, মো. সাফাত জামিল, মো. নুহাশ আলম, মো. আতিকুর রহমান, মোঃ তাসনিমুল হাসান, মাহমুদুল ইসলাম অনিড়, জাওয়াদ জারিফ, ঐতিহ্য নিজাম, আরাফাত লোকমান হাকিম।

৩ দিনে প্রবাসী লেখকদের মধ্যে যাঁদের লেখা পাঠ হবে : অজয় দাশগুপ্ত, খালেদ সরফুদ্দীন, শামস চৌধুরী রুশো, সনতোষ বড়ুয়া, বিশ্বনাথ চৌধুরী বিশু, সুলতানা নুরজাহান রোজী, কাজী জাহাঙ্গীর, রওশন আরা বিউটি, মির্জা মোহাম্মদ আলী, ঝর্ণা বড়ুয়া, শ্রীধর দত্ত। লেখক : ছড়াকার, সংস্কৃতিকর্মী।

পূর্ববর্তী নিবন্ধযুগের শ্রেষ্ঠ পুরুষ আমার বাবা
পরবর্তী নিবন্ধমানবাধিকার ও মৌলিক অধিকারের পার্থক্য প্রসঙ্গে