ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি বলেছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের সকল মানুষ অংশগ্রহণ করে দেশ স্বাধীন করেছিল, সেই চেতনায় উদ্ধুদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে। ইসলাম শান্তি ও সমপ্রীতির ধর্ম। এই ধর্মে সামপ্রদায়িকতার কোনো স্থান নেই। তিনি গতকাল শনিবার হাটহাজারী উপজেলা প্রশাসন আয়োজিত শোভাযাত্রা পরবর্তীতে সমপ্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা কথা বলেন। উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে সমাবেশ সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম।
প্রধান শিক্ষক শিমুল মহাজনের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন শাহ, উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ইউনুস গনি চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. মো. আলী, হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, সাংবাদিক কেশব কুমার বড়ুয়া, অধ্যক্ষ চিন্ময় কৃঞ্চ দাশ ব্রহ্মচারী, হাফেজ আহম্মদ। শুরুতে পবিত্র ধর্মীয় গ্রন্থ পাঠ করেন ইমাম মাওলানা আহাসান হারবিন, গোবিন্দ প্রসাদ মহাজন, সুপাল বংশ মহাথের। হাটহাজারীতে সমপ্রীতি সমাবেশ উপলক্ষে শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।